তাহিরপুর সীমান্তে ভারতীয় ভারতীয় মদ ও বিড়ি জব্দ

তাহিরপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৪৯,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২০সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পৃথক দুটি অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরউদ্দিন বিড়ির চালান আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি)।
বিজিবি তথ্যসুত্রে জানাযায় চাঁনপুর বিওপির টহল দল আজ(০৫ ডিসেম্বর) সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট হতে ১৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থানে ৩৫০০০পিস ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি আটক করে।
অন্যদিকে একই বিওপির টহল দল গতকাল শুক্রবার রাতে সীমান্ত পিলার ১২০২/৮-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।