রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স’র নিয়মিত সভা অনুষ্ঠিত

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:১৪:৩৮,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২০“যা স্বপ্ন দেখবেন, তা বিশ্বাস করবেন এবং তা বাস্তবায়ন করবেন” এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাছে ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স।
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর ৮৩ তম নিয়মিত সভা এবং ডিজিটাল মার্কেটিং এর উপর বিশেষ সেমিনার গত ০৪ ডিসেম্বর শুক্রবার নগরীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
রোটার্যাক্টর মোঃ আব্দুশ সাহিদ সাদেক এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট এলিগেন্স এর পাস্ট প্রেসিডেন্ট ও রোটারি ড্রিস্ট্রিক ডিপুটি সেক্রেটারি রোটারিয়ান ডাঃ মোঃ আব্দুল মুক্তাদির কোরেশি সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট এলিগেন্স এর পাস্ট প্রেসিডেন্ট ও ইন্টারেক্ট ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান ও রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান দিলোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন সেশন স্পিকার, এ.জি.এম, সফট এনালাইজার আমিনুল ইসলাম হিমেল।
ক্যারিয়ার কিভাবে গঠন করবেন এই বিষয়ে মোটিভেশনাল বক্তব্য রাখেন সি.ই.ও, সফট এনালাইজার আসাদুজ্জামান শাফি।
সেমিনারে উপস্থিত ছিলেন জি.এম, সফট এনালাইজার শরীফুল আলম নওয়াজ, এ.জি.এম, সফট এনালাইজার সাহিদুজ্জামান সুজন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর আইপিপি রোটাঃ শেখ সুহিন মিয়া, সেক্রেটারি রোটাঃ আব্দুল্লাহ আল ফাহাদ, সহ সভাপতি রোটাঃ আব্দুর রহমান জনি,কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটাঃ মুন্সি আব্দুর রউফ, এডিটর রোটাঃ সাহিদুজ্জামান সুজন, মেম্বার রোটাঃ আফজল,আকাশ, আসিফ, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন সিটি এর অতিথি সভাপতি রোটাঃ আল আমিন। সভাপতি দের মধ্যে ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এম সি কলেজ এর সভাপতি রোটাঃ মোঃ আলাউর রাহমান, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট কুশিয়ারা এর সভাপতি রোটাঃ সামাদুল ইসলাম ওপু, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা রোজ ভেলি এর সভাপতি রোটাঃ ইমদাদুল হক জীবন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সহ সভাপতি রোটাঃ মাসুম তালুকদার, সেক্রেটারি রোটাঃ আব্দুল্লাহ রাহমান, ইন্টারেক্ট ক্লাব অব সিলেট সুরমা এর অতিথি সভাপতি ইন্টাঃ ইমরান আলি প্রমূখ।