ওসমানীনগরে শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:০২:০৬,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২১13 - 13Shares
সিলেটের ওসমানীনগরে শাহজালাল ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ব্যাংক শাখায় আনুষ্ঠানিকভাবে চারশত পিস কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সিরাজ উদ্দিন তফাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী বছর ব্যাংকের পক্ষ থেকে গরীব শীতার্তদের মধ্যে অন্তত ১হাজার পিস কম্বল বিতরণ করার অনুরোধ জানান।
13 - 13Shares