মহানগর আ’লীগ সহ-সভাপতিকে সংবর্ধনা

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৩৯,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২১
সিলেট মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি আলহাজ্ব হেলাল বকসকে সিলেট জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১৬ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার কদমতলীস্থ হেলাল বকস এর কার্যালয়ে জেলা আওয়ামী কৃষকলীগের নেতৃবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষকলীগ নেতা শামীম কবীর, সাইয়ুম বকস, ফখরুল ইসলাম, আব্বাস আলী, খালেদ হোসেন, আব্দুল আলিম, ফুকন মিয়া ও সাহেদ আহমদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে হেলাল বকস বলেন, আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করেছি, কাজের মূল্যায়ন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব আমি সর্বক্ষণ নিষ্ঠার সাথে পালন করে যাবে ইনশাআল্লাহ।
তিনি দায়িত্ব পালনে নেতাকর্মীদের সহযোগিতা চেয়ে সংবর্ধনা প্রদান করায় জেলা কৃষকলীগ নেতৃবৃন্দেরকে ধন্যবাদ জানান।