জগন্নাথপুরে মেয়র হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তার

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৯:১২:৪৫,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রশীদ নৌকা প্রতীকে ৮ হাজার ১৮টি ভোট পেয়েছেন।
জানা গেছে, সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়। কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি কোথাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারই এই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এদিকে জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ইভিএমে সমস্যা তৈরি হওয়ায় অনেক ভোটার ভোগান্তির শিকার হয়েছেন। অনেকেই ভোট না দিয়ে বাড়িতে ফিরে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ দল বেঁধে ভোট দিয়েছেন।