ওসমানীনগরে চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালী উল্লাহ বদরুলের মতবিনিময়

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৯:২০:৩৭,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২১আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ওসমানীনগর উপজেলার ৮ নং উসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ওয়ালী উল্ল্যাহ বদরুলের উদ্যোগে শুক্রবার ( ১৫জানুয়ারি) রাউৎখাই জমিরগঞ্জ বাজারে ও সন্ধ্যায় পূর্ব মোমিনপুর জিতু মিয়ার বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাউৎখাই জমিরগঞ্জ বাজারে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক খলিল আহমেদ, সমাজসেবক খালিছ আহমেদ, এডভোকেট সাজ্জাদ আহমেদ, নেওর আলী, আব্দুল মালেক, মুতাহির আলী, ফজলু চৌধুরী,দিলদার, মিটু, রাসেল, মামুন, ফাহিম। পূর্ব মোমিনপুর জিতু মিয়ার বাড়িতে উপস্থিত ছিলেন, শফিক মিয়া, সুজন মিয়া, দুদু মিয়া, ইসকন্দর আলী, হান্নান মিয়াব,জিতু মিয়া, বাচ্চু মিয়া, আব্দুল্লাহ, ইব্রাহিম আলী, প্রতাপ বাবু, ফজলু মিয়া, সেবুল আহমেদ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।