কেউ দেখেনি! নদীগর্ভে বিলীন হয়ে গেল সিলেটের বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ জিসি সড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৫২,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০২১নদীগর্ভে রাস্তাটি বিলীন হয়ে গেল অথচ দেখলোনা কেউ। সিলেটের বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ জিসি সড়কের আমজুর অংশটি ভাঙ্গন শুরু হয় প্রায় দেড় মাস পুর্বে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক হেলাল নির্ঝর তার ফেসবুক ওয়ালে বালাগঞ্জ উপজেলা প্রশাসনকে ট্যাগ করে ছবিসহ লেখা পোস্ট করেন গত ১৫ ডিসেম্বর।
গতকাল ১৮ জানুয়ারী তিনি আরেকটি ছবিসহ একটি লেখা পোস্ট করেন। ছবিতে দেখা যায়, রাস্তাটি ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, পুরো রাস্তাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে রাস্তায় ফাটল ধরলেও কেউ দেখেনি।