রাজনৈতিক সম্প্রীতি: সিলেটে বিএনপি নেতা সেলিমকে দেখতে গেলেন মন্ত্রী ইমরান আহমদ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:০৫,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২১107 - 107Shares
অসুস্থ সিলেট -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমকে দেখতে শনিবার তার নগরীর লামাবাজারস্থ বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর লামাবাজারস্থ আলী ভিলায় যান মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রী অসুস্থ সাবেক এ এমপি’র পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক এবং দিলদার হোসেন সেলিমের সহধর্মীনি এডভোকেট জেবুন্নাহার সেলিম। ।
যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন দিলদার হোসেন সেলিম। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর বর্তমানে তাঁর নিজ বাসায় চিকিৎসকদের তত্বাবধানে বিশ্রামে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, সিলেট-৪ আসনে ইমরান আহমদের সাথে কয়েক দফা প্রতিদ্বন্দ্বিতা করেন দিলদার হোসেন সেলিম। গত নির্বাচনেও তিনি ইমরান আহমদের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
107 - 107Shares