ওসমানীনগরে ১৪০টি পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:৫০:১৭,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২১‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে সিলেটের ওসমানীনগরে ১৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ামীর ইউপির ওসমানী স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘরে আনুষ্ঠানিক ভাকে ১৪০ ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও এসিল্যান্ড আফসানা তাসলিমের সঞ্চালনায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ প্রমুখ।
ওসমানীনগরে ৫শ ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২১৫ পরিবারকে একক গৃহ এবং ৩১৮ পরিবারকে ব্যারাকে গৃহ গৃদান করা হবে। ইতোমধ্যে ওসমানীনগরে বিভিন্ন এলাকায় ২৪০টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে এর মধ্যে ১৪০টি ঘরের নির্মাণ শেষ হওয়ায় শনিবার ঘরসহ দুই শতক ভূমির দলিল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।