হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন করোনায় আক্রান্ত ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:২৭:৩১,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০২১হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন করোনায় আক্রান্ত ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ুম। শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার (২০ জানুয়ারি) রাতে তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে ঘরোয়া চিকিৎসা চলছে । শ্বাস-কষ্ট নেই। তবে প্রচণ্ড কাশি থাকায় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটছে।
আর তাই পরিবার ছাড়া অন্য কারো সঙ্গে কথা বলতে পারছেন না। এই সাময়িক অপরাগতার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। অসুস্থতার খবরে যারা দোয়া করেছেন, বিভিন্ন মাধ্যমে সহানুভুতি প্রকাশ করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।