জাতীয় অনূর্ধ্ব-১৭ প্রাথমিক দলে ওসমানীনগরের আকিলসহ সিলেটের ৫ জন

স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:০৮:৫২,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২১1.7K - 1.7KShares
৫৬ সদস্যের অনুর্ধ-১৭ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সিলেটের ওসমানীনগরের আকিল আহমেদসহ জেলার ৫ জন দলে জায়গা করে নিয়েছেন।
আকিল আহমেদ ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ কয়ছর আহমেদের ছেলে।
প্রাথমিক দলে জায়গা করে নেওয়া অনুর্ধ-১৭ দলের সিলেট বিভাগের বাকি চারজন হচ্ছেন, মমিনুল ইসলাম মবিন, তানভির আহমেদ, আসাদুজ্জামান খান তুষার (চাইনাম্যান) ও জুবায়ের আহমেদ।
1.7K - 1.7KShares