দেয়াল ধসে ২ চা-শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:৫০:৫৩,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২১হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি চা- ফ্যাক্টরির দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আবু নাঈম জানান, উপজেলার দেওন্দি চা-বাগানের ভেতরে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমিন মালের ছেলে স্বপন মাল ও দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি। তারা দুইজনই ওই চা বাগানের শ্রমিক ছিলেন।
দেওন্দি চা-বাগানের ডেপুটি ম্যানাজার দেবাশীষ রায় বলেন, সকাল থেকে শ্রমিকরা দেওন্দি চা-বাগানের ফ্যাক্টরির ভেতরে কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ ফ্যাক্টরির একটি দেয়াল ধসে পড়লে দুই শ্রমিক চাপা পড়ে আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনতি শর্মা তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে এসআই আবু নাঈম জানান।