আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আখাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৪:৪১:৩৯,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগামি ১৪ ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রসাশক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে ও জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. ফেরদৌস কবীর, র্যাব- ১৪ ভৈরব ডিএপি জামাল উদ্দীন, জেলা এনএসআই উপ-পরিচালক কামরুজ্জামানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা ১৪ ফ্রেব্রুয়ারি আখাউড়া পৌরসভার নির্বাচনের আচরণবিধি পালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন। বিশেষ আইন শৃঙ্খলা সভায় পৌরসভার ৪ মেয়র প্রার্থী ৪০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।