সিলেটে আইডিইবি’র শীতবস্ত্র বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:১৪,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২১সিলেট শহরতলীর খাদিমনগরের জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসার গরীব ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখা।
আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মাদরাসা হল রুমে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।
জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ, বিউবো ডিপ্রকৌস এর সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী, সিলেট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল কুমার দে, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আফাজ উদ্দিন, শিক্ষক মাওলানা হাফিজ তোফায়েল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মাহমুদুল আম্বিয়া, হাফিজ নাছিম আহমদ, মাওলানা সাদিক আহমদ, মাওলানা আবু ছালেহ উসমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রশীদ মসরুর বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মাদরাসার গরীব ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসার শিক্ষার্থীদের কল্যাণে আইডিইবি’র এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি অতীতের ন্যায় আইডিইবি’র সমাজকল্যাণমুখী কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের আশু রোগমুক্তি ও মৃত্যুবরণকারীদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ নিজাম উদ্দিন।
১০৩ জন শিক্ষার্থী মধ্যে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট বিতরণ করেন প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ।