একদিন পৃথিবীটা বাউলদের হবে- শাহ আব্দুল করিম

লিটন দেব জয়
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:২৬,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২১- 35Shares
ভাটির পুরুষ শাহ্ আবদুল করিম মিশে আছেন আমাদের অন্তরে। তাঁর লেখা গানগুলো পরিণত হয়েছে আমাদের প্রাণের গানে৷ তিনি হয়ে উঠেছেন গণমানুষের বাউল। গানের মাধ্যমে বাউলদর্শনের যে চেতনা তিনি ছড়িয়ে দিয়েছেন সেটা এক কিংবদন্তি। এক অনন্য ইতিহাস।
পুরো জীবন ধরে গানের মাধ্যমে আবদুল করিম মানুষকে মেলাতে চেয়েছেন এক অনন্য মেলবন্ধনে। যেখানে কোন হিংসা থাকবে না। অনাচার থাকবে না। মানুষ হবে মানুষের পরমাত্মীয়। মানুষ গানেই খুঁজবে মুক্তির পথ। এক আদর্শ বাউল হিসেবে তিনি হয়ে উঠেছেন অনুকরণীয়।
শেষ জীবন সিলেটে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাউল সম্রাট শাহ্ আবদুল করিম। ওই অনুষ্ঠানে তাঁর হাতে আয়োজকরা সোয়া তিন লাখ টাকার একটি চেক তুলে দিয়েছিলেন। কিন্তু আবদুল করিম ভেবেছিলেন, সেটা ছিলো সোয়া তিন হাজার টাকার চেক! চেক হাতে নিয়ে আয়োজকদের উদ্দেশে মন্তব্য করলেন,
‘আপনাদের ভালো লাগায় আমি মুগ্ধ। আমার মতো নিতান্তই অভাজন এক ব্যক্তির হাতে আপনারা সোয়া তিন হাজার টাকা তুলে দিলেন। আপনাদের ভালোবাসার এই অশেষ ঋণ আমি আজীবন মনে রাখবো।’
কথাগুলো বলার সাথে সাথে উপস্থিত আয়োজকদের একজন বাউল সম্রাটের ভুল ভাঙিয়ে জানান যে, সোয়া তিন হাজার নয়, সোয়া তিন লাখ টাকার চেক সম্মাননাস্বরূপ তাঁকে দেওয়া হয়েছে। কথাগুলো শুনে বাউলসম্রাট চমকে উঠলেন! চেয়ারে বসা ছিলেন, মুহূর্তেই উঠে দাঁড়ালেন। বললেন-
‘অসম্ভব! এটা আমি নেবো না। আমার এতো টাকার প্রয়োজন নেই। আমি চাই শুধু আপনাদের ভালোবাসা।’
এই হলেন আমাদের আবদুল করিম। আজন্ম নির্লোভী, অসাম্প্রদায়িক ও সমুদ্র হৃদয়ের একজন মানুষ। তিনি স্বপ্ন দেখতেন একদিন পৃথিবীটা বাউলদের হবে। হানাহানি ভুলে মানুষ খুঁজবে তাঁর প্রাণবন্ধুকে।
শুভ জন্মদিন বাউল সম্রাট শাহ্ আবদুল করিম।
- 35Shares