হবিগঞ্জে নিজ বাড়িতে ছেলেদের হাতে শেকলবন্দি বৃদ্ধকে উদ্ধার করলো পুলিশ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১১:০১:৪৯,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২১হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের দশকাহনিয়া গ্রামে নিজ বাড়িতে শেকলবন্দি থাকা বৃদ্ধ আবুল কালাম আবু মিয়াকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ফেব্রয়ারি) বিকেল ৩টায় তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির।
এলাকাবাসী জানায়, সম্প্রতি আবু মিয়া তার পরিবারের সদস্যদের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যান। ২০ ফেব্রুয়ারি তিনি বাড়িতে আসেন। এরপর তাকে শেকলবন্দি করে রাখে তার বড় ছেলে উজ্জল মিয়া। পুলিশ এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আবু মিয়াকে উদ্ধার করে।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিগ্ধা তালুকদারের নির্দেশে আবু মিয়াকে উদ্ধার করা হয়েছে। বড় ছেলে উজ্জল মিয়া তাকে শেকলবন্দি করে রেখেছিল।
আবু মিয়ার চার ছেলে ও চার মেয়ে আছে। সন্তানদের না জানিয়ে আবু মিয়া সম্পত্তি বিক্রি করছেন, এ অভিযোগে তাকে শেকলবন্দি করে রাখা হয়েছিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।