কমলগঞ্জ ১৬৪তম বি পি দিবসে আনন্দ র্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:৪৬,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২১মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬৪তম বি পি দিবসে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান। উপজেলা স্কাউটস সম্পাদক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা স্কাউটস কমিশনার শ্যামল চন্দ্র দাস প্রমুখ।