ওসমানীনগরে আব্দুস শহিদ ফুটবল টুর্নামেন্টে দেওয়ানবাজার সবুজ দল ফাইনালে

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৪০:৩৭,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২১- 24Shares
সিলেটের ওসমানীনগরে আব্দুস শহিদ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানবাজার সবুজ দল ২-১ গোলে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মোহন আহমদ। খেলা পরিচালনা করেন মিলন আহমদ, আহাদ আলী হানু ও আছাব আলী।
প্রথম সেমিফাইনালে অতিথি ছিলেন, সাম্যবাদী দলের কেন্দ্রিয় নেতা কমরেড আফরোজ আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা সেচ্ছাসেবী লীগের আহ্বায়ক চঞ্চল পাল, তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, উপজেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক অরুণোদয় পাল ঝলক, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, নুনু ফুটবল একাডেমির পরিচালক আলী আমজদ নুনু, ফুটবলার আখতার আহমেদ, জুবেল খান সাবেক ফুটবলার রফিক মিয়া, দুলাল মিয়া, প্রবাসী রায়হান আহমদ, ফুটবলার রুমেল আহমদ, লুকু আহমদ মুস্তাফিজুর রহমান, সাহিন মিয়া প্রমুখ।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সুরমানিউজ টুয়েন্টিফোর নেট।
- 24Shares