কবিকন্ঠ কবিতা সংকলনের মোড়ক উন্মোচন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:০১,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২১কবি, নাট্যজন বাবুল আহমেদ সম্পাদিত কবিকন্ঠ কবিতা সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারি রোববার সকালে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের পর এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবিতা সংকলনের মোড়ক উন্মোচন করেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। সে সময় আরো উপস্থিত ছিলেন উদীচী সিলেট জেলা শাখার সভাপতি এনায়েত হাসান মানিক, গীতিকবি হরিপদ চন্দ, কবি আবিদ ফয়সল, কবি আব্দুল হক, জয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ছড়াকার অজিত রায় ভজন, সাধারণ সম্পাদক কবি, রক্তদাতা মিজান মোহাম্মদ, কবি মুনিরা সিরাজ চৌধুরী রাজু, কবি জয়ন্ত আচার্য, কবি জান্নাত আরা খান পান্না, কবি সুমন বনিক, ছড়াকার চন্দ্র শেখর দেব ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা কমিটির সভাপতি কবি অমিতা বর্দ্ধন, মানস ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি ছড়াকার প্রশান্ত লিটন, কবি হেলাল আহমেদ, কবি অজয় বৈদ্য অন্তর প্রমুখ। বিজ্ঞপ্তি