ব্রিটেনে মহামারি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে, দাবি বিশেষজ্ঞদের

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১১:১২:০৭,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২১মাত্র ৬ সপ্তাহে দেশটিতে ১ কোটি ৭০ লাখ মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ফলে প্রতি ৫ জন ব্রিটিশ নাগরিকের একজন এ্যান্টিবডি ধারণ করছেন। যাদের সংখ্য ৮৩ লাখ। গত ৮ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়েছিল ৬৮ হাজার ৫৩ জন। গত ১৮ ফেব্রুয়ারি এ সংখ্যা নেমেছে ১২ হাজার ৫৭’তে।
বিশেষজ্ঞরা বলছেন ব্রিটিশ নাগরিকদের মধ্যে এ্যান্টিবডি ধারণ ক্ষমতা বৃদ্ধি মানে কোভিড আগের মত অত দ্রুত বিস্তার ঘটাতে না পারা। কারণ এই ধরনের ব্যক্তি কোভিড সংক্রমণে বাধা সৃষ্টি করছে।
তবে কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন কোভিড পরিস্থিতি আয়ত্বের মধ্যে এসেছে মাত্র। কারণ এধরনের ভাইরাস এ্যান্টিবডি উপেক্ষা করেও নিরবে ঘাতকের মত বিস্তার ঘটাতে সক্ষম। যার কারণে এখনই কোভিড পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এছাড়া এখনো এ তথ্য পাওয়া যায়নি যে টিকা কর্মসূচি কতটা কার্যকরভাবে কোভিড বিস্তার ঠেকাতে পারছে।
এখনো ব্রিটেনে দিনে ৯ হাজারের বেশি মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হচ্ছে যা গত সপ্তাহের চেয়ে ১০ শতাংশ কম। এক শীর্ষ ব্রিটিশ সংক্রমণ বিশেষজ্ঞ নাম প্রকাশ না করে বলেছেন লকডাউন কার্যকর করার পর অন্তত ৫০ শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে।