ওসমানীনগরে সরিষা প্রদর্শনী ও মাঠ দিবস পালন

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:২৫:১১,অপরাহ্ন ০২ মার্চ ২০২১- 7Shares
সিলেটের ওসমানীনগরে পতিত জমিতে সরিষা, সূর্যমূখিসহ বিভিন্ন রবি শষ্য চাষে উদ্বোদ্ধ করতে প্রদর্শনী ও মাঠ দিবস পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস। মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রাম দিবসটি পালন করা হয়।
স্থানীয় ইউনিয়নের মেম্বার বেলাল আহমদের সভাপতিত্বে এবং উপসহকারি কৃষি কর্মকর্তা রিপন পালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, আওয়ামী লীগ নেতা শাহ নুরুর রহমান সানুর, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, উপসহকারি কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী, কৃষক আবুল কালাম, আবদুস সালাম, হিরা লাল দেব প্রমুখ।
কৃষকরা ৩টি ফসল করার জন্য পানির সমস্যার কথা উপস্থাপন করে কালাসারা হাওরের খালসহ অন্যান্য খালগুলো খননের দাবি জানান। এসময় কৃষক হিরা লাল দেবের সরিষা (বিনা সরিষা-৯) মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া।
- 7Shares