সিলেটে ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৩:১৩:২৬,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২১সিলেটে করোনা সংক্রমণ রোধে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সিলেটের জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিদর্শনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সিলেট জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত কমিটির সদস্যদের মতামতে ও সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইন মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জেলা প্রশাসনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।