সড়ক দুর্ঘটনায় চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যু

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:০১:১৩,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২১- 58Shares
ঢাকা -সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নে সুরমা চা বাগানের কোম্পানি বাংলা ও টিন বাংলার মধ্যবর্তী স্থানে মোটর সাইকেল ও পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপাপ্ত সভাপতি নিহত ও ১ জন আহত।
বুধবার (৭ মার্চ) দুপুরে আনুমানিক ১:৩০ মিনিটে পিকআপ ও মোটর সাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইলে আরোহী একজন নিহত অপর জনকে গুরুতর আহত হয়ে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার নতুন বাজার এলাকার আবু মিয়ার ছেলে শিপন মিয়া (২২) ঘটনাস্থলে নিহত ও একই এলাকার জলিল মিয়ার ছেলে চাঁন মিয়া (২৫) আহত হয়।
মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, মোটর সাইকেল যোগে আসার পথে উল্লেখিত স্থানে একটি পিক-আপের সাথে সংঘর্ষে শিপন মিয়া ঘটনাস্থলে মারা গেছে।
তিনি আরও জানান পিকআপটি আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।আহত চাঁন মিয়াকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
- 58Shares