পর্তুগালে জানুয়ারী থেকে ওয়ার্ক পারমিট ভিসা, অভিবাসীদের জন্য দরজা খুলছে

প্রবাস ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৫৪,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৯46.8K - 46.8KShares
পর্তুগালের সোসাল সিকিউরিটি নাম্বার পেতে এক সময় অপেক্ষা করতে হতো ৪ থেকে ৬ মাস। আগামী ২ জানুয়ারী ২০২০ থেকে সোসাল সিকিউরিটি নাম্বারের জন্য আবেদন করার সাথে সাথে মাত্র ১ ঘন্টায় পেয়ে যাবেন আবেদনকারী। মাসের পর মাস যারা সোস্যাল সিকিউরিটি নাম্বারের জন্য অপেক্ষমাণ ছিলেন অথবা যারা নতুন পর্তুগাল যাবেন তাদের জন্য এটা নিঃসন্দেহে বড় সুখবর।
সোসাল সিকিউরিটি কর্তপক্ষ সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে নাম্বার ইস্যু করবে। গত ২০ ডিসেম্বর শুক্রবার পর্তুগাল সরকার এই ঘোষণা দেয়। পর্তুগালে ২০১৯ সালে সোসাল সিকিউরিটি নাম্বারের জন্য মোট আবেদন করে ৪ লাখ ৮০ হাজার অভিবাসি। কিন্তু নাম্বার পান মাত্র ১ লাখ ৬০ হাজার।
এছাড়া আগামী বছর থেকে পর্তুগাল সরকার ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।
46.8K - 46.8KShares