আসুন নবীগঞ্জের এই আলেমকে বাঁচাতে এগিয়ে আসি

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:৫১,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২০মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক (৪৫)গ্রাম (দীঘল বাগ), থানা নবীগঞ্জ। দু’টো কিডনি নষ্ট হয়ে গেছে। তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১০ দিন ডাক্তার নাজমুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে ১২ লাখ টাকার প্রয়োজন। নুন আন্তে যা পান্তা ফুরায় তার জন্য এতো টাকা ব্যবস্থা করা আকাশ-কুসুম কল্পনা। তাই ডাক্তার তাকে রিলিজ দিয়েছেন।
টাকা ব্যবস্থা হলে, তিনি সুস্থ হবেন? পূণরায় মাদরাসায় দ্বীনের শিক্ষা দিবেন। এমনটাই বসে বসে বাড়িতে ভাবছেন। কিন্তু কোথা থেকে আসবে এত টাকা। বরসা আল্লাহ তাআলা। রোগ দিয়েছেন তিনি। সুস্থতাও দিবেন সেই মহান আল্লাহ। এমনটাই একিন অসুস্থ মাওলানা আবু বকরের। তবু্ও আপনাদের ভালবাসা, সাহায্য পেলে তিনি সুস্থ হয়ে খেদমত করবেন কোরআন-হাদিসের।
সব টাকা জোগাড় করে চিকিৎসা করতে আশায় জন্য এখন তিনি বাড়িতে আছেন আত্মীয়-স্বজন যারা আছেন সবাই গরীব যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন হয়তো একটি নতুন জীবন ফিরে পাবে হুজুরের পরিবার অবুঝ ছয়টি বাচ্চাসন্তান নিয়ে বড় কষ্টে আছেন। কথা হল আমার হুজুরের সাথে অনেকক্ষণ বললেন অভাবের সংসার তার।
সুনামগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলূম অলৈতলী কাতিয়া মাদ্রাসায় দীর্ঘ ২১ বছর সহকারি শিক্ষক হিসেবে কাতিয়া মাদ্রাসায় দিনের খেদমতে ছিলেন। উনারা দুই ভাই উনি বড় ছোট্টবেলা হুজুরের বাবা মারা যাওয়ার পর হযরত শায়খে কাতিয়া (রহঃ) সাহেবের হাত ধরে কাতিয়া মাদ্রাসায় লেখাপড়া শুরু করে ওখানে উনার কর্মজীবন শুরু। তা-ই সবার প্রতি আকুল আবেদন। বিভিন্ন মজসিদ এলাকা ও প্রবাসীদের কাছ থেকে হুজুরের জন্য টাকা তোলা হচ্ছে আমরা যে যেখান থেকে পারি হুজুরের অবস্তা বেশি ভালো নয় বাঁচানোর মালিক আল্লাহ আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর ওয়াস্তে সাহায্যের হাত বাড়িয়ে দিন-যতোটুকু পারেন।
যোগাযোগ : মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক (+8801732833939) বিকাশ পারসোনাল