দিল্লিতে জুমার নামাজে মুসলমানদের পাহারায় হিন্দুরা

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:২০:৩৪,অপরাহ্ন ০১ মার্চ ২০২০401K - 401KShares
উত্তপ্ত দিল্লিতে পুলিশের নজরদারি ও হিন্দুদের পাহারায় ভারতীয় মুসলমানরা শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন।
সোমবার কয়েকটি জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সশস্ত্র দাঙ্গাকারীরা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে ক্ষমতাসীন দল বিজেপির সমর্থকরা চড়াও হলে এই সাম্প্রদায়িক সহিংসতা সূত্রপাত ঘটে। -খবর এএফপির
নামাজের পর মুসল্লিদের দ্রুত চলে যেতে অনুরোধ করছিলেন স্বেচ্ছাসেবীরা। মসজিদের পেশ ইমাম বলেন, এটা কঠিন সময়। আমাদের ধৈর্য ধরতে হবে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।
নতুন কোনো সহিংসতা এড়াতে মুসলমানদের ছত্রভঙ্গ হয়ে যেতে বলেছে পুলিশ। সেলিম মির্জা নামের একজন বলেন, আমরা কোনো সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। স্বাভাবিক জীবনযাপন ও সন্তানদের জন্য কাজ করতে চাই। আজ সবার শান্তির জন্য আমরা মোনাজাত করেছি।
দিল্লী হনুমান মন্দিরের এক পুরোহিত প্রশান্ত পাণ্ডব বলেন, মানুষের মানুষের এমন রক্তপাত কাম্য নয়। মাথায় মাথায় যুদ্ধ পশুদের মধ্যে হয়। ধর্মতো পরে, আগে মানবতা দেখতে হবে। মানুষ বাঁচলে ধর্ম বাঁচে। কিন্তু যদি মানুষই না থাকে তবে ধর্ম পালন বা তা রক্ষা করবে কে? যারা দাঙ্গা করেছে তারা মানুষ ছিল না। তাদের কোন ধর্ম নেই।
401K - 401KShares