তিন মাসের বিদ্যুৎ বিল মওকুফ করা হোক

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১২:২৫:৫২,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২০580K - 580KShares
তিন মাস বিদ্যুৎ বিল মওকুফের দাবী জানালেন সিলেটের ওসমানীনগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমেদ।
তিনি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, পল্লী বিদ্যুৎ থেকে মোবাইল ফোনে ম্যাসেজ দিচ্ছে ঘরে বসে টেলিটক/বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। বর্তমান সময়ে প্রবাসিরা টাকা দিবেন না, তারা নিজেরাই অনেক বড় বিপদের মধ্যে আছেন। আমরা যারা দেশে আছি আমাদেরও ব্যবসাপাতি বন্ধ তাহলে টাকাটা আসবে কোথা থেকে?
সবার কাছেতো আর লুটেরাদের মত কারি কারি টাকা ব্যাংকে নেই। বস্তাভর্তি নগদ টাকা ও ঘরে মধ্যে নেই, তাই আমি মনে করি তিন মাসের বিদ্যুৎ বিল সাধারণ জনগণকে মওকুফ করে দেওয়া হোক।
580K - 580KShares