অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:২০:৩৫,অপরাহ্ন ০৫ আগস্ট ২০২২মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং একই ঘটনায় দগ্ধ হয়ে লামিয়া আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ৬নং উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে
নিহত লামিয়া ঐ বাড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আজিজুল হকের নাতনি ও তার পুত্র মোহাম্মদ রাজিবের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জমাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়ীতে শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আজিজুল হকের পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই ঘটনায় তার ১বছর বয়সী নাতনী দগ্ধ হয়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।