অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : নুরুল ইসলাম

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:২৭,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন নেছা একাডেমী স্কুল এন্ড কলেজে মাদক, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের ক্যাম্পেইন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম । তিনি বলেন পরিবার থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হতে হবে। সন্তানদের প্রতি সচেতন থাকতে হবে প্রত্যেক অভিভাবককে। এটা খুবই দুঃখজনক যে, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী সমস্যা হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে যারা জঙ্গিবাদে জড়িত তারা কেবল জঙ্গি, তাদের কোনো ধর্ম নেই, দেশ ও সীমানা নেই, এটাই সত্য। মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। তাই সমাজ ও পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মাদকের গ্রাসে যেন কোনো যুবক পথহারা না হয়, সে জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে এসে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের সমাজে মেয়েরা একটি বিষয়ে খুব চিন্তিত।
সেটা হলো ইভটিজিং। ঘর থেকে বাইরে বের হলে ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করে। তাই ইভটিজিং রোধে সকল মেয়েদের সচেতনতার মাধ্যমে সোচ্চার হতে হবে। যেখানে অন্যায়, অবিচার সেখানে হতে হবে সবাই সোচ্চার।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সমাজ কল্যাণ কমিটির বাস্তবায়নে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম জাহিদুর রহমান।
ক্যাম্পেইনের প্রথম অধিবেশনে বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান মুক্তার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা সভায় মাদক নিয়ে আলোচনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কর্মকর্তা ডা: রাশেদুল হক। বক্তব্যে তিনি মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক সেবন থেকে নিজেকে কিভাবে দূরে রাখা যায় ও মাদক আসক্ত ব্যক্তি কিভাবে নিজেকে শোধরে নিবেন এই বিষয়ে আলোচনা করেন। ইভটিজিং রোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন সেলিনা ইয়াসমীন। জঙ্গিবাদ ও সন্ত্রাসমূলক কার্যক্রম থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ হোসাইন আহমদ বিপ্লব।