অল্পের জন্য রক্ষা পেলো সোনালী ব্যাংকের সিলেট করপোরেট শাখা

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৩৯,অপরাহ্ন ২৯ জুলাই ২০২২অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট করপোরেট শাখা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনগত রাত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে ব্যাংকের কর্পোরেট শাখার ভোল্টের সামনের ইলেকট্রিক বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ধরে যায়।
ঘটনাটি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নেভাতে সক্ষম হন। এতে করে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ব্যাংকটি।
স্থানীয়রা জানান, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের অপরপ্রান্তে অবস্থিত সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার সামনের ইলেক্ট্রিক বোর্ডে আগুন ধরতে দেখে জনতাকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ব্যাংকের টাকার ভোল্টের সামনের ইলেকট্রিক বোর্ডে আগুন ধরে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নেভাতে সক্ষম হন তারা। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ ছুটে যান, দমকল বাহিনীকেও খবর দেন। এসময় ব্যাংক কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন। প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরণের ক্ষয়ক্ষতি হতে পারতো।