অসহায় বন্যা দুর্গতের সহযোগিতায় বাকা’র জরুরী ত্রাণ কার্যক্রম

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:২৯:৫৫,অপরাহ্ন ২০ জুন ২০২২সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় সংগঠনের কার্যকরী কমিটির এক জরুরী ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে ।
সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির অন্যতম সদস্য আব্দুল হাসিম হাসনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ, অর্থ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমি, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমের সংগৃহিত প্রথম পর্যায়ের অনুদান সমুহ বন্যায় ক্ষতিগ্রস্থ ছাতকের দুর্গতের মধ্যে জরুরী ভিত্তিতে বিতরণ এবং পরবর্তীতে অবস্থা বিবেচনায় অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে ত্রাণ সহযোগিতা অব্যহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সভায় বন্যার্তদের ত্রাণ সহযোগিতা কার্যক্রমের পরবর্তী অংশ হিসেবে আগামী ৩রা জুলাই ব্রঙ্কসের স্টার্লিং বারী হল মিলনায়তনে বিশিষ্ট বাউল শিল্পী কালা মিয়ার একক সঙ্গীতানুষ্ঠান এবং উক্ত অনুষ্ঠান থেকে সংগৃহিত সমুদয় অর্থ বন্যার্তদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২২শে জুন (বুধবার ) সন্ধ্যা ছয়টায় স্টার্লিং বাংলা বাজারে এশিয়ান ড্রাইভিংয়ের সামনে বন্যা দূর্গতদের সহযোগিতার উদ্দেশ্যে এক জরুরি জন সংযোগ ও সর্ব সাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। এই আয়োজনগুলোকে সফল এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার এই কার্যক্রম সমুহে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সংগঠনের আহবানে অতি দ্রুত সময়ের মধ্যে প্রথম পর্যায়ের ত্রাণ কার্যক্রমে যারা সাড়া দিয়েছেন তাদের সবার প্রতি সভাপতি আহবাব চৌধুরী খোকন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পরবর্তী কার্যক্রমগুলোতেও সবার সাহায্য সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।