আখলাকুর রহমান: একজন তারুণ্যদীপ্ত ও ডায়নামিক চেয়ারম্যান

মুহিব আজাদ :
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:৩৭,অপরাহ্ন ২৭ জুলাই ২০২২লক্ষ্য যদি স্থির থাকে উত্তাল তরঙ্গের সাথে লড়াই করেও তীরে নৌকা ভেড়ায় দক্ষ নাবিক। গন্তব্য ঠিক থাকলেই মানুষ তার সাফল্যের স্বর্ণ শিখরে আরোহন করতে পারে। পাহাড়-পর্বত অতিক্রম করে ছিনিয়ে আনতে পারে মণিমুক্তাসহ কাঙ্খিত বস্তুর সোনালী চাবি।
আজ এমন একজন মানুষকে নিয়ে লিখতে বসেছি যে মানুষ তার স্বপ্ন পূরণের জন্য অনেক ত্যাগ, শ্রম এবং অনেক প্রতিকূলতা ডিঙিয়ে সফল হয়েছেন- সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আখলাকুর রহমান সাহেব।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র-ভদ্র সদাহাস্যজ্বল ও সাদা মনের একজন মানুষ। তার মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়।
তিনি ২০২২ সালের ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিন হোন। শপথ গ্রহণ করার পর থেকে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবতায়নের লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি তার পরিশ্রম, সাহস, দক্ষতা, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সার্বিক ও সুচারুভাবে বাস্তবতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গত মাসে তিনি জরুরি একটি কাজে লন্ডনে গিয়েছিলেন। সেখানে পৌঁছার কয়েক ঘণ্টা পরে জানতে পারলেন আকস্মিক বন্যার পানি বুরুঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে ঢুকেছে। এমন সংবাদ পেয়ে তার মন আর লন্ডনের মাটি বসছিলনা। তাৎক্ষণিক স্ত্রী-সন্তানদের নিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি আবার দেশে ফিরে যাবেন। ঠিক তা-ই হলো। বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি আবার দেশে ফিরলেন। তার এই ফেরার খবর বুরুঙ্গা ইউনিয়নে ছড়িয়ে পড়লো। সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসতে থাকেন। তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের মুখ উজ্জ্বল করেছেন।
দেশের মাটিতে পা রেখে নিজের বাড়িতে না গিয়ে চলে যান বন্যা কবলিত গ্রামগুলোতে। মানুষের গৃহবন্দী অবস্থা থেকে ইউনিয়নের ট্রাস্ট, সংস্থা এবং বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান করেন৷ বন্যা যতদিন ছিল ততদিন দিনরাত নির্ঘুম ছিলেন। ফজরের নামাজ পড়েই ছুটে যেতেন বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণের জন্য। মানুষের প্রতি চেয়ারম্যানের এমন উদার মন-মানসিকতা দেখে তরুণ, যুবকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চেয়ারম্যানের প্রশংসা করতে থাকেন। অনেকেই লিখেছেন – “আমরা এমন একজন চেয়ারম্যান আমাদের ইউনিয়নের জন্য প্রত্যাশা করেছিলাম ; যিনি নিজের স্বার্থ উপেক্ষা করে মানুষের স্বার্থে দিনরাত কাজ করবেন, আমাদের চেয়ারম্যান সত্যিকারের একজন ডায়নামিক চেয়ারম্যান।”
এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে যে কারো বিপদ- আপদে ছুটে যান। দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে তিনি সততা ও কর্মদক্ষতার সাথে বুরুঙ্গা ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করে ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলবেন এবং সফলতার পুরস্কার স্বরূপ স্বর্ণপদকে ভূষিত হবেন।
আজ কয়েকদিন ধরে জনতার প্রিয় এই মানুষটি অসুস্থ হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত সুস্থতা দান করেন এজন্য সবার দোয়া কামনা করছি।
লেখক : চেয়ারম্যান, সামিয়া বিজনেস গ্রুপ লিমিটেড।