আখাউড়ায় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে আইনমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

আখাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:১৫:৪২,অপরাহ্ন ১৬ জুলাই ২০২২ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, স্থলবন্দরের ব্যবসায়ী হাজী খোকন খান (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি… রাজিউন।
শনিবার সকাল ৬টায় ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
হাজী খোকন খানের মৃত্যুতে কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও এই আওয়া মীলীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, আখাউড়া স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি হাজী শফিকুল ইসলাম, আখাউড়া ৫ নং দক্ষিণ ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি পৌরশহরের তারাগনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।