আখাউড়ায় কোরবানির জন্য প্রস্তুত ১২মন ওজনের সম্রাট!

অমিত হাসান অপু, আখাউড়া:
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:১৮,অপরাহ্ন ০১ জুলাই ২০২২আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আখাউড়ায় দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে ১২ মণ ওজনের একটি দেশি জাতের শাহীওয়াল ষাঁড়। পাঁচ ফুট উচ্চতার এ গরুটিকে আদর করে নাম রাখা হয়েছে সম্রাট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নারায়নপুর গ্রামে নিজ বাড়িতে পরম মমতায় এই গরুটিকে লালন পালন করেছে গরুর মালিক মোঃ মামুন মিয়া। বিক্রির জন্য গরুটির দাম চাওয়া হচ্ছে দুই লাখ টাকা।
মামুন মিয়া জানান গরুটির বয়স প্রায় তিন বছর, এটিকে প্রাকৃতিক ঘাস ও দেশীয় পদ্ধতিতে বিশেষ যত্ন নিয়েই বড় করে তোলা হয়েছে। সঙ্গে বিশেষ খাবার হিসেবে তাকে দেওয়া হয় কলা ও ফলমূল। এছাড়া প্রতিদিনের খাবার হিসেবে তাজা ঘাস, খড়, গম, ভুসি ও খৈল খাওয়ানো হয়। গরুর মালিক মামুন মিয়া আরও বলেন, বড় গরু পালন করা খুবই কষ্টসাধ্য। আমি আমার তিন ছেলের মত গরু টাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছি। কোন ধরনের মোটাতাজাকরণ পদ্ধতি গ্রহণ করি নাই, যা আছে সম্পূর্ণটাই প্রাকৃতিক।
এ বিষয়ে আখাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার বলেন, চলতি বছরের শুরুতে গবাদিপশুর খাদ্যের দাম একটু বেশি ছিল। তবে এখন আবার তা সহনীয় পর্যায়ে এসেছে। আমরা আশা করছি খামারিরা ভালো দাম পাবেন। তবে আখাউড়ায় এ বছর কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬২৯৩ টি এর মধ্যে স্থানীয় ভাবে উৎপাদিত হয়েছে ৪০৬১ টি, ঘাটতি রয়েছে ২২৩২ টি পশু। ঘাটতি পূরণের লক্ষ্যে পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে পশু আনা হবে বলেও জানান তিনি।