আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে হামলা, নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:১৬,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯আফগানিস্তানে মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় দেশটির নানগারহার প্রদেশের হাসকা মিনা জেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনার দায় এখন পর্যন্ত কোনো জঙ্গীগোষ্ঠী শিকার করেনি। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।
গত বৃহস্পতিবার জাতিসংঘ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ‘নজিরবিহীন’ বেসামরিক লোক নিহত অথবা আহত হয়েছেন। দেশটিতে অস্থিতিশীলতার জন্য আইএস এবং তালেবানের মতো সরকারবিরোধী পক্ষকে দায়ী করে জাতিসংঘ বলছে, সরকার সমর্থক বাহিনীর কারণে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।