আবারো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:১২:২৬,অপরাহ্ন ২৬ মে ২০২২ওসমানীনগরে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে গঠিত মূল্যায়ন কমিটি বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করেছে।
জানা যায়, বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, অবকাঠামো, শিক্ষাদানের পরিবেশ, সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন মানের ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। চলতি বছরের মূল্যায়নে চাহিত মানে এগিয়ে থাকায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। এছাড়া বিদ্যালয়ের স্কাউট দল, স্কাউট দলনেতা মিঠু আহমেদ, কারিগরি শাখার শ্রেণি শিক্ষক আবদুল বাছেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। এছাড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি পেয়েছে বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী মাসুমা বেগম।
এর আগে ২০১৮ সালে এই বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছিল বলে জানা গেছে।