আমরা মুক্তিযোদ্ধার সন্তান ওসমানীনগর উপজেলা কমিটি অনুমোদন

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৩১,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯আমরা মুক্তিযোদ্ধার সন্তান ওসমানীনগর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন ও সাধারণ সম্পাদক এন.এম ময়না মিয়া আগামী ২ বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা রুবিনা ইয়াসমিন অন্তরা।
এসময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন বলেন, ওসমানীনগরের সকল মুক্তিযোদ্ধার সন্তানদের আমরা মুক্তিযোদ্ধা সন্তানদের পতাকাতলে নিয়ে আসতে উক্ত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এবং সিলেট জেলায় মুক্তিযোদ্ধের সন্তানদের সুসংগঠিত করার লক্ষ্যে সাধারণ সম্পাদক এন.এম ময়না মিয়া তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানীর জন্মভূমি ওসমানীনগর উপজেলায় আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের কমিটি প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান মঞ্জুর আহসান, সহ সভাপতি দুলাল আহমদ, খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, মহিলা সম্পাদিকা লুৎফুন্নেছা বেগম, দপ্তর সম্পাদক সাব্বির আহমদ সাদি, সদস্য আপন আহমদ, মনি বেগম, রিতা আক্তার, তাজুল ইসলাম মুহিত উপস্থিত ছিলেন।
মো. জাহেদুল আম্বিয়া কার্জনকে সভাপতি ও সুমন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি তাজুল ইসলাম রাসেল, পরীক্ষত দাস ও এনামুল গণি মো. হুমায়ূন কবির জুয়েল, সহ সাধারণ সম্পাদক সেবুল মিয়া, তাজুল ইসলাম মুহিত ও ফয়জুর রহমান মুহিত, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান মো. মুমিন, সহ সাংগঠনিক সম্পাদক এসএম ওয়াহিদুল জাম্মান, ছায়াফ আহমদ শিপন, অর্থ সম্পাদক শাহনাজ পারভীন, শাহনাজ পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পংকজ কান্তি মজুমদার, শ্রম ও জনশক্তি সম্পাদক নাজমুল আলী, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওদুদ, মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস জায়গীরদার, দপ্তর সম্পাদক শ্যামল বিশ^াস, ক্রীড়া সম্পাদক মো. সুয়েল আমিন, সাংষ্কৃতিক সম্পাদক সুজিত দাস মন্তর, শিল্প ও বাণিজ্য সম্পাদক দিলাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাফিজ ফুল মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মওদুদ আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুমন মিয়া, সদস্য রোমান আহমদ, মারুফ আহমদ, জাবেদ আহমদ, মিজান আহমদ, আব্দুল কাইয়ূম, জাকির আহমদ, রেহেনা বেগম, মো. মিছলু মিয়া।