‘আমি রাজাকার-আমাকে ব্যবহার করুন’

ধর্মপাশা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:১২:৩৩,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরোধীতাকারী রাজাকারদের প্রতি ঘৃণা জানাতে শিঘ্রই সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরের এক পাশে ‘আমি রাজাকার, আমাকে ব্যবহার করুন’ লেখা সম্বলিত একটি ডাস্টবিন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এমনটি জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
ওই সভার সভাপতির বক্তব্য দিতে গিয়ে মোজাম্মেল হোসেন রোকন বলেন, ‘রাজাকারেরা স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধিতা করেছে। সে জন্য তারা আজও আমাদের কাছে ঘৃণার পাত্র। তাদের প্রতি ঘৃণা জানাতে একটি অভিনব পন্থা বেছে নেওয়া হয়েছে। শিঘ্রই উপজেলা পরিষদ চত্বরের এক পাশে ‘আমি রাজাকার, আমাকে ব্যবহার করুন’ লেখা সম্বলিত একটি ডাস্টবিন স্থাপন করা হবে। ওই ডাস্টবিনে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন ময়লা ফেলার পাশাপাশি পথচারীরা যেন ময়লা আবর্জনা ফেলতে পারে সে ব্যবস্থা করা হবে। এতে করে রাজাকারদের প্রতি আমাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটবে। উপজেলা পরিষদের অর্থায়নে দ্রুত এ ডাস্টবিন স্থাপনের কাজ শুরু হবে।’