আল্লামা বালাউটির ঈসালে সাওয়াব মাহফিল ৩১ অক্টোবর

মোহাম্মদ সোবেলঃ
প্রকাশিত হয়েছে : ১০:১০:০৩,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ শামসুল উলামা আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রঃ) এর অন্যতম খলিফা আধ্যাত্মিক রাজধানী সিলেটের প্রখ্যাত আলেমেদ্বীন ও জালালপুর জালালিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় বালাউট ছাহেব বাড়ী, জকিগঞ্জে অনুষ্ঠিত হবে।
আল্লামা বালাউটি (রঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে মাহফিল চলবে পরদিন ফযর পর্যন্ত। মাহফিলে তাশরীফ আনবেন ফুলতলী (রঃ) এর ছাহেবজাদাগন ও বাংলাদেশ ভারতসহ দেশ বিদেশের প্রখ্যাত পীরমাশায়েখ ও ওলামায়ে কেরামগণ। উক্ত ঈসালে সাওয়াব মাহফিলের শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ঈসালে সাওয়াব মাহফিলের আরজগোজার মাওঃ মুহাম্মদ উবায়দুর রহমান। জরুরী প্রয়োজনে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের মোবাইলঃ ০১৭২০৩০৩৫২০।
উল্লেখ্য, আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রঃ) শ্বাসকষ্ট রোগে আক্রান্ত অবস্থায় ৩ অক্টোবর ( বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল করেন।