ইংলিশ প্রিমিয়ার লিগ : শেষের গোলে হার এড়াল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:২০,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯এক দল উড়ছে, আরেক দল যেন জিততে ভুলে গেছে। তাদের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এই সব হিসাব-নিকাশ থাকে না। থাকল না এবারও। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ঠিক সময়ে ফিরে পেল নিজেদের। প্রথমার্ধে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল উলে গুনার সুলশারের শিষ্যরা। তবে শেষ সময়ের গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ফিরেছে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। স্বাগতিকদের প্রথমার্ধে এগিয়ে নেন ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে সমতায় ফেরান অ্যাডাম লালানা।
থামল ইয়ুর্গেন ক্লপের দলের জয়রথ। দুই আসর মিলিয়ে লিগে টানা ১৭ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল।
ওল্ড ট্র্যাফোর্ডের মহারণে বড় হয়ে দেখা দিল স্নায়ু চাপ; বেশ ভোগালো দুই দলের খেলোয়াড়দের। নিজেদের আগে সামলে নেওয়া ইউনাইটেড শুরুতে এগিয়ে ছিল আক্রমণে। তবে সংগ্রাম করছিল পরিষ্কার সুযোগ তৈরি করতে। আক্রমণত্রয়ীর বোঝাপড়ায় ঘাটতি ছিল স্পষ্ট। লিভারপুলের রক্ষণে গিয়ে খেই হারাতে থাকে বারবার।
চোট কাটিয়ে কিপার আলিসনের ফেরার ম্যাচে ছিটকে গেছেন স্ট্রাইকার মোহামেদ সালাহ। তার অভাব বেশ টের পেয়েছে লিভারপুল। তিন ডিফেন্ডার আর দুই হোল্ডিং মিডফিল্ডারে গড়া ইউনাইটেডের রক্ষণে ভীতি ছড়াতে পারেননি রবের্তো ফিরমিনো-সাদিও মানেরা।
৩৪তম মিনিটের প্রতি-আক্রমণে হঠাৎ সুযোগ এসে যায় ফিরমিনোর সামনে। মানের চমৎকার পাসে বল পেয়ে যান ফাঁকায়। একে নেন দুর্বল শট, তাও ছিল দাভিদ দে হেয়ার নাগালে।
দুই মিনিট পর ইউনাইটেডকে এগিয়ে নেন র্যাশফোর্ড। নিজেদের অর্ধ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে দুর্দান্ত বাঁকানো ক্রসে দারুণ অবদান রাখেন ড্যানিয়েল জেমস। দূরের পোস্টে বল পেয়ে বাকিটুকু সহজেই সারেন অরক্ষিত র্যাশফোর্ড।
আক্রমণের শুরুতে দিভোক ওরিগিকে ভিক্টর লিন্ডেলফ ফাউল করেছিলেন কিনা দেখতে ভিএআরের সাহায্য নেন রেফারি মার্টিন অ্যাটকিনসন। রিপ্লে দেখে ফাউল মনে হলেও গোলের বাঁশি বাজান রেফারি।
৪৩তম মিনিটে জাল খুঁজে পান মানে। বল রিসিভ করার সময় এই ফরোয়ার্ডের হ্যান্ডবল হয়েছিল কি না দেখতে ভিএআরের সাহায্য নেন রেফারি। এবার তিনি বাতিল করেন গোল।