ঈদ উদযাপনে সাদা পাথর যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফয়েজের

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৩২,অপরাহ্ন ১২ জুলাই ২০২২সিলেটের কোম্পানীগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়েজ আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) সকালে কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে দুপুর দেড়টার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহত ফয়েজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রামের (লামাই) মৃত নুরুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- মোটরসাইকেলের আরোহী ফাহিম ও আরিফ, অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের রোমান, নাঈম, জুয়েল ও চৌমুহনী বাজারের রাজু।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ উদযাপন করার জন্য দুটি মোটরসাইকেলে করে সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন ফয়েজসহ গোয়াইনঘাটের ছয় বন্ধু। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়েজসহ অপর দুই বন্ধু ও অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। আহত ফয়েজ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান।