উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্টের ১ লক্ষ একশত টাকা প্রদান

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৪৬,অপরাহ্ন ০২ জুলাই ২০২২সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নে, বন্যার্তদের সহযোগিতায় উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্টের উদ্যাগে ১ লাখ একশত টাকা প্রদান করা হয়েছে। ৮ নং উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল এই এক লক্ষ টাকার চ্যাকটি গ্রহণ করেন।
২ জুলাই( শনিবার) দুপুরে উছমানপুরে ওয়ালী উল্লাহ বদরুল চেয়ারম্যানের অফিসে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
এ সময় ছিলেন, ৮ নং উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ, যুবলীগ নেতা, সাইফুল ইসলাম সাহেদ, খছরু মিয়া চৌধুরী, মাসুক মিয়া, জহীর আলী, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর, মায়ার টিভির পরিচালক হারুন, সুজেল চৌধুরী, আল-আমিন আনছারী, কাজী রায়হান আহমদ, জুবেল, রাকিব, নাইম চৌধুরী, নয়ন আহমদ, বিল্লাল, সোহাগ, সাকিব, ক্যাপটেন রাকিবসহ প্রমুখ।
সংঘটনের সভাপতি হিসাবে রয়েছেন, প্রতিষ্ঠাতা সেলিম আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিলু, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, মশাহিদ আলী, শাহ মুনিম, আব্দুল হাই, শাহ নেছার আলী, হিরা মিয়া, মোহাম্মদ আয়াছ তালুকদার, মোঃ আছাওর আলী, খালিছ মিয়া, শাহ মিয়া মোহনসহ প্রমুখ।
উক্ত সংঘঠন প্রায় দুই যুগ ধরে, উক্ত ইউনিয়নে আর্থিক ও সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে নিষ্ঠার সাথে।