উর্মি ‘নির্দোষ’ ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যা করা হয় বুলবুলকে

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৮:০১:১৭,অপরাহ্ন ২৭ জুলাই ২০২২
হাসপাতাল থেকে গোপেনে চলে যাওয়াকে কেন্দ্র করে শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল খুনের জন্য তার প্রেমিকা মার্জিয়া উর্মির দিকে সন্দেহের তীর ছিলো।
এই খুনের পেছনে উর্মির কোনো যোগসাজশ নেই। তিনি নির্দোষ। এমনটি আজ (২৭ জুলাই) প্রেসব্রিফিং করেন জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ।
তিনি জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছেন বুলবুল। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তারা খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা হলো- শাবির পেছনের টিলাগাঁওয়ের মো. গোলাব আহমদের ছেলে কামরুল আহমদ (২৯), একই গ্রামের মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯) ও আনিছ আলীর ছেলে মো. আবুল হোসেন (১৯)।
উর্মির হাসপাতাল থেকে চলে যাবার প্রসঙ্গে তিনি বলেন, ‘উর্মি হাসপাতাল থেকে চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, সে জানতে পারে নিহত বুলবুলের জানাজা ক্যাম্পাসে হবে। জানাজায় শরিক হতে সে বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তার চলে আসার পেছনে অপরাধমূলক কোনো কিছু পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘আমরা উর্মির মোবাইল ও কললিস্ট চেক করে দেখেছি। এই ঘটনার সাথে জড়িত থাকায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের কারো সাথে উর্মির মোবাইল যোগাযোগ ছিল না। তার মোবাইলে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত পাওয়া যায়নি।’