এক যুগেও এমপিওভূক্ত হয়নি চান্দাইরপাড়া মাদরাসার আলিম শাখা

আবুল কালাম আজাদ, ওসমানীনগর
প্রকাশিত হয়েছে : ৬:৫৩:৪০,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯
সরকার একযোগে সারা দেশের ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত করলেও সব ধরণের যোগ্যতা থাকা সত্ত্বেও এই বিশাল তালিকায় স্থান হয়নি সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া আলিমা মাদরাসার আলিম শাখার। ১২ বছর ধরে আলিম কোর্স চালু থাকা মাদরাসাটি এমপিওভূক্ত না হওয়ায় হতাশ হয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানা যায়, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া আলিম মাদরাসা। এ মাদরাসাটির দাখিল পর্যন্ত এমপিও রয়েছে। সাত শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত মাদরাসাটিতে ২০১০ সাল থেকে আলিম কোর্স চালু রয়েছে। কিন্তু আলিম পর্যায় এমপিওভূক্ত না থাকায় অনারারি প্রভাষক দিয়েই পরিচালিত হয়ে আসছে। এমপিওভুক্ত প্রভাষকের অভাবে পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। অন্যদিকে প্রতিমাসে শুধু আলিম ক্লাস চালিয়ে যেতে মাদরাসার ৬০ হাজার টাকা ব্যয় হচ্ছে। মাদরাসাটি চলছে স্থানীয় মানুষের দানের টাকায়।
সম্প্রতি সরকার দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত করার উদ্যোগ নিয়ে গত বৃহস্পতিবার একযোগে ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তির ঘোষণা দেয়া হয়। এর মধ্যে অনেক আলিম মাদরাসা এমপিওভূক্ত হয়েছে। কিন্তু চান্দাইরপাড়া আলিম মাদরাসার কর্তৃপক্ষ আলিম শাখা এমপিওভূক্তির আবেদন করলেও ঘোষিত তালিকায় মাদরাসাটির নাম স্থান পায়নি।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ার জাহান বলেন, ‘সব ধরণের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের মাদরাসাটি আলিম পর্যায়ে এমপিও হয়নি। কেন এমপিওভূক্ত হলো না তা বুঝতে পারছি না। দীর্ঘদিন ধরে ৫ জন অনারারি প্রভাষক দিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে আলিম ক্লাস। আর্থিক সংকটের গ্লানি টানার অবসান হয়নি গভর্নিং বডির দীর্ঘ ১৩ বছরেও! আমাদের মাদরাসার শতভাগ শর্তপূরণ ছিল । অথচ সংশ্লিষ্টরা বলছেন যোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাননি!’