এমপিওভুক্ত হলো কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়

রজত চন্দ্র দাস ভুলন
প্রকাশিত হয়েছে : ৬:০২:২৭,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯এমপিওভুক্ত হয়েছে বালাগঞ্জের কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ও । সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী ২০০১ সালে প্রতিষ্টা করেন স্কুলটি। ধারণা করা হয়েছিল বিএনপির সাবেক সাংসদের প্রতিষ্ঠা স্কুলটি হয়তো এমপিওভুক্ত হবেনা। কিন্তু সব ধারণা ভূল প্রমাণিত করে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্কুলটি এমপিওভুক্ত করা হয়।
জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানসহ বিএনপির কয়েকজন নেতার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানও এমপিওভুক্ত করা হয়েছে। যদিও এমপিওভুক্তিতে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়েছে মর্মে কোনও কোনও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে, শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি সাফ বলে দিয়েছেন এমপিওভুক্তিতে রাজনৈতিক বিবেচনার অভিযোগ মিথ্যা। কোনও রাজনৈতিক বিবেচনা করা হয়নি।
জানা যায়, জিয়াউর রহমান ও প্রয়াত অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও ইলিয়াস আলীসহ এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এছাড়াও কম পরিচিত অনেক বিএনপি নেতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও এমপিওভুক্ত হয়েছে।
প্রতিষ্ঠানগুলো নাম: ১ বগুড়া সদরের শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ । ২.ফেনীর ছাগলনাইয়া উপজেলার শহীদ জিয়া ইসলামিয়া আলিম মাদরাসা। ৪. বগুড়ার গাবতলীর শহীদ জিয়াউর রহমান গার্লস হাইস্কুল। ৫. সিলেটের গোয়াইনঘাট উপজেলার এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। ৬. সাতক্ষীরার তালার শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়। ৭. বগুড়ার গাবতলীর শহীদ জিয়াউর রহমান হাইস্কুল। ৭. কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দা ড. মোশাররফ হোসান ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদরাসা ৮. ঝিনাইদহের মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়।৯, দক্ষিণ সুরমার লতিফা শফি কলেজ।