এমপিওভুক্ত হলো দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ২০ প্রতিষ্ঠান

রজত চন্দ্র দাস ভুলন
প্রকাশিত হয়েছে : ১:১২:০১,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরর প্রচেষ্টায় (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে :
দক্ষিণ সুরমাঃ ১) ইকরা আইডিয়াল হাই স্কুল। ২) জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল। ৩) হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়। ৪) বলদী আইডিয়াল মেমোরিয়াল হাই স্কুল। ৫) হযরত শাহজালাল (রঃ) হাই স্কুল। ৬) ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা। ৭) সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ৮) তাফসীরুল কোরআন মাদ্রাসা ৯) তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসা ১০) লতিফা শফি চৌধুরী মহিলা কলেজ, ১১) নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ।
ফেঞ্চুগঞ্জঃ ১২) মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসা ১৩) ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসা ১৪) মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ ।
বালাগঞ্জঃ ১৫) ইসলামিয়া মোহাম্মদিয়া আলীম মাদরাসা। ১৬) আজিজপুর হাই স্কুল ১৭) মৈশাষী অষ্টগ্রাম হাই স্কুল ১৮) সমিরুনন্নেছা হাই স্কুল ১৯) গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী। ২০) কালীগঞ্জ এম ইলিয়াস আলী হাই স্কুল