ওদের শাস্তির দাবী ছিল নুসরাতের শেষ আকুতি

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:০৬:৪৩,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯সাদিয়া নাসরিন, ফেসবুক থেকে। নুসরাত হাসপাতালে বলেছিল, মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি মরবো না, আমি বাঁচবো। আমি তাকে শাস্তি দেবো। যে আমায় কষ্ট দিয়েছে। আমি দশটা ছেলের সাথে কথা বলতে পারি। কিন্তু সে শিক্ষক হয়ে আমার গায়ে হাত দিয়েছে। আমি এটার প্রতিবাদ করবো। আমি লড়বো শেষ নি:শ্বাস পর্যন্ত। আমি তাকে এমন শাস্তি দেবো যে তাকে দেখে অন্যরা শিক্ষা নিবে। আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবো।……আমার যা হয় হোক, তার যেনো শাস্তি হয়”