ওসমানীনগরে মৎস্যজীবী লীগের কমিটি গঠন, সভাপতি বশির, সম্পাদক বাশার

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:২৪,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এম এন নবী ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস স্বাক্ষরিত ৩২ সদস্য বিশিষ্টি ওসমানীনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি অনুমোদন দেন।
কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন- সভাপতি বশির আহমদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রাহুল, সহ-সভাপতি যথাক্রমে জিতু মিয়া, রফিক মিয়া, আব্দুল মনাফ, কনু মিয়া, আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, খালেদ মিয়া, তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল মিয়া, সহ-সংগঠনিক সম্পাদক খালিছ মিয়া, বোরহান উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক সুলতান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সালাউদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছালিক মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিক মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শশি মোহন সরকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জমশেদ আলী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাজু মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বিলাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, আইন বিষয়ক সম্পাদক মশাহিদ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক তাজির মিয়া, মৎস্য ও পানি বিষয়ক সম্পাদক আলা উদ্দিন প্রমুখ।