ওসমানীনগরের খালামরি বিলের ইজারা বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:১১:৫৭,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২২ওসমানীনগরের খালামরি বিলের ইজারা বাতিলের দাবিতে দাবিতে সিলেট জেলা প্রশাসক, জেলা মৎস্য অফিস ও উপজেলা নির্বাাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকালে ২নং সাদিপুর ইউয়ন পরিষদের অন্তর্ভূক্ত খালামরি এলাকাবাসির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে মোঃ কাইদ মিয়া, মাসিম উল্লা, দিলোয়ার হোসেন, মোঃ আহাদ, কামরান হোসেন, কাওছার মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট জেলার ২নং সাদিপুর ইউনিয়নের খালামরি বিলের বিলের ইজারা প্রক্রিয়ধীন। একটি কু-চক্রী মহল দীর্ঘদিন থেকে বিলটি ইজারা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই এই এলাকার হতদরিদ্র প্রায় ১৪/১৫টি গ্রামের মানুষ, যারা করোনা ও বন্যায় সবকিছু হারিয়ে এই বিলের সামান্য মাছকে অবলম্বন করে জীবীকা নির্বাহ করে আসছেন তাদের আয়ের মাধ্যম হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ভূক্তভোগী জানান, আমরা এই খালামরি বিলের মাছ বিক্রি করে খুব কষ্টে ছেলে মেয়েদের নিয়ে দিনাতিপাত করি। কিন্তু বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত এখানে মাছ না ধরতে আমাদের হুমকি দেওয়া হয়। যদি এখানে মাছ ধরতে না পারি কীভাবে সংসার চালাবো জানি না।
এ বিষয়ে জানতে চাইলে ২নং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা বলেন, একটি মহল নদী, খাল বিল হাওরসহ সকল জলাভূমি লিজের নামে নিজেদের ভোগবস্তু হিসেবে পরিনত করতে চায়। এটা বেআইনী।