ওসমানীনগরের তানিম হত্যা মামলার এক আসামী অস্ত্রসহ আটক

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৩:০৬:০৩,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯সিলেটে ছাত্রলীগ নেতা ওসমানীনগরের তানিম হত্যা মামলার এক আসামীকে আটক করেছে র্যাব। সিলেট নগরীর শিবগঞ্জ থেকে আসামী বদরুজ্জামান সাগরকে অস্ত্রসহ আটক করা হয় । শুক্রবার রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জস্থ সাফরান রেষ্টুররন্ট থেকে থাকে আটক করা হয়।সে ঐ মামলার ৫ নং এজহার নামীয় আসামী বলে জানা যায়।
সে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকায় বসবাস করতো।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাফরান রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের বাম পাশে বসে থাকা সাগরের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট প্রতিদিন